রোববার   ১৯ অক্টোবর ২০২৫   কার্তিক ৪ ১৪৩২   ২৬ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

 ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, ‘নো কিংস’ আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫  

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভে ফেটে পড়েছে জনগণ। শনিবার (১৮ অক্টোবর) ‘নো কিংস’ শীর্ষক আন্দোলনে অন্তত ৭০ লাখ মানুষ অংশ নেয়—যা সাম্প্রতিক সময়ে দেশটির সবচেয়ে বড় গণবিক্ষোভগুলোর একটি।

 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্কের টাইমস স্কয়ার, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, মিয়ামি ও বোস্টনের পার্কগুলোতে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়। ‘ট্রাম্প মাস্ট গো’, ‘রাজতন্ত্র নয়’, ‘সংবিধান ঐচ্ছিক নয়’ ও ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো’—এসব স্লোগানে মুখর হয়ে ওঠে বিক্ষোভস্থলগুলো।

 

বিক্ষোভের অনেক জায়গায় উৎসবমুখর পরিবেশে বাদ্যযন্ত্র, নাচ ও ব্যাঙের পোশাকে প্রতীকী প্রতিবাদ দেখা যায়। যুক্তরাষ্ট্রের বাইরেও লন্ডন, মাদ্রিদ ও বার্সেলোনায় মার্কিন দূতাবাসের সামনে সংহতি সমাবেশ হয়।

 

বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের অভিবাসন, শিক্ষা, নিরাপত্তা এবং ফেডারেল শাটডাউন ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেন। তাদের মতে, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী শাসনের দিকে ঠেলে দিচ্ছে।

 

বিক্ষোভের ডাক দেয় প্রভাবশালী প্রগতিশীল সংগঠন **ইনডিভাইসএবল**, যারা ট্রাম্প সরকারের আদালত অবমাননা, নাগরিক অধিকার লঙ্ঘন, গুম ও প্রশাসনিক অচলাবস্থার প্রতিবাদ জানায়। সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা এজরা লেভিন বলেন, “স্বৈরশাসনের সবচেয়ে বড় প্রতিপক্ষ হলো দেশপ্রেমে উদ্বুদ্ধ জনগণের ঐক্য।”

 

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (ACLU) জানায়, দেশজুড়ে বিক্ষোভকারীদের আইনি সহায়তা ও সংঘর্ষ এড়ানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

 

অন্যদিকে রিপাবলিকান নেতারা এ বিক্ষোভকে ‘চরম বামঘেঁষা’ ও ‘আমেরিকা-বিরোধী’ বলে সমালোচনা করেন। তবে সেনেটর **বার্নি স্যান্ডার্স** পাল্টা জবাবে বলেন, “এটি ঘৃণার নয়, এটি আমেরিকাকে ভালোবাসার সমাবেশ।”

 

প্রেসিডেন্ট **ডোনাল্ড ট্রাম্প** ফক্স নিউজকে বলেন, “ওরা আমাকে রাজা বলছে—কিন্তু আমি কোনো রাজা নই।”

 

বিক্ষোভ ঘিরে কয়েকটি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড প্রস্তুত রাখা হয়েছে। সাম্প্রতিক **রয়টার্স-ইপসোস জরিপে** দেখা গেছে, ট্রাম্পের সিদ্ধান্তে সন্তুষ্ট মাত্র ৪০ শতাংশ মার্কিন নাগরিক; বিপরীতে ৫৮ শতাংশ তার প্রশাসনের প্রতি অসন্তুষ্টি জানিয়েছেন।
 

এই বিভাগের আরো খবর